পুজোর চেক প্রদান মেমারিতে

নূর,আহমেদ,মেমারি : ২৬ সেপ্টেম্বর,পুজোর আগে এবারে খুব বড ধরনের অনুষ্ঠান করে মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে পুজো কমিটিগুলিরহাতে ৮৫ হাজার টাকার চেক তুলেদেওয় হয়। বৃহস্পতিবার মেমারি কৃষ্টি প্রেক্ষা গৃহে দুপুর ১ টা নাগাদ।২৫০ টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। পুজোর আগে বড় অঙ্কের চেক হাতে পেয়ে ভীষণ খুশি। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ মালিক, অ্যাডিশনাল এস পি হেড কোয়ার্টর অর্ক ব্যানার্জী, এসডিপিও অভিষেক মন্ডল, সিআই বিশ্বজিৎ মন্ডল, এসডিও জগন্নাথ পান, পৌরসভার চেয়ার ম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ২ বিডিও বিশাখ ভট্টাচার্য। চেক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন কোনরকম অঘটন যাতে না ঘটে সেদিকে বেশি করে নজর দিতে হবে, কোন পুজোর জন্য যেন মানুষের ক্ষতি বা সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। সরকারী বিধি নিষেধ মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করতে হবে। শহরের মধ্যে ১০ টা পুজো মন্ডপকে সামনে রেখে পুলিশের পেট্রোলিং থাকবে। জোর করে চাঁদা আদায় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।