পূজোর মধ্যেও এ-নেগেটিভ রক্ত দিলো সাগরদিঘীতে

সংবাদদাতা : উৎসবের দিনেও থেমে নেই রক্তদান। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের রক্তযোদ্ধারা যে কোনো পরিস্থিতিতে মানুষের সর্বদা সেবায় ছিলো এবং থাকবে ।সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি মহিলা আমিনা খাতুনের রক্তাল্পতার কারণে হঠাৎই রক্তের প্রয়োজন হয়ে পড়ায় রোগীর পরিবার গত তিনদিন থেকে রক্তের সন্ধান করতে না পেরে অবশেষে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের রক্তযোদ্ধা কৌশিক দাস এর সঙ্গে যোগাযোগ করে রক্তের জন্য আবেদন জানান। বিরল গ্রুপের রক্ত হওয়াই এবং এই পুজোর সময় প্রথমে রক্ত পেতে একটু অসুবিধে হলেও ট্রাস্টের সদস্য কৌশিক দাস এবং তার বন্ধু আরিফ হোসেনের তৎপরতায় রক্তদাতা পাওয়া যায় এবং তাদের এক কথায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলেন মির্জাপুর থেকে আসিফ হোসেন। তিনি সাগরদিঘী ব্লড সেন্টারে এসে স্বেচ্ছায় রক্তদান করেন।ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন পূজোর আনন্দের মধ্যেও আমাদের রক্তদান প্রায় প্রতিদিনই চলছে।