পুজোর মরসুমে বৃষ্টিভেজা “মেঘচিঠি”

 

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : এ বছর শরতেও রয়ে যাওয়া মেঘলা আকাশ ও বর্ষার রেশ ধরেই একটি কালজয়ী বৃষ্টির গানের কিছুটা রিকম্পোজিশন এবং বাড়তি লিরিক্স সংযোজনে এবার পুজোয় মুক্তি পেলো Rhythmic Studio’র নতুন গান “মেঘচিঠি”। এই গানটিকে মূলত শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, তাঁরই গাওয়া “শেষ পর্যন্ত” সিনেমার বিখ্যাত গান “এই মেঘলা দিনে একলা”র একটি নবতম সংস্করণ বলা যেতে পারে। রিদমিক প্রোডাকশন থেকে জানানো হয়েছে যে গানটির মূল গীতিকার ও সুরকারের এই অমর সৃষ্টির প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেই এই নতুন ভার্সনটি প্রকাশ করা হয়েছে। “মেঘচিঠি” নামক এই নতুন সংস্করণটি আংশিকভাবে রিকম্পোজ ও বাড়তি কথা সংযোজন করেছেন এবং গেয়েছেন রীতম বিশ্বাস, গিটার এবং ইউকুলেলে বাজানো সহ সমস্ত মিউজিক অ্যারেঞ্জ করেছেন শাশ্বত দাস, বেস গিটার বাজিয়েছেন বরুণ ভুঁইমালী, মিক্স এবং মাস্টারিং করেছেন দেবজিত বিশ্বাস। এছাড়াও ভিডিয়োগ্রাফি এবং সম্পাদনায় ছিলেন যথাক্রমে বিতান মন্ডল ও শুভ দাস।
    পুরোনো এক বিখ্যাত বাংলা গানকে নতুনরূপে দর্শকদের মাঝে তুলে ধরার এই ভিন্ন স্বাদের প্রয়াসটিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং সাদরে গ্রহণ করেছেন এরূপ মন্তব্য করে যে “নতুন লিরিক্সটি কখনোই পুরাতনকে বেমানান করেনি।” এই রকম আরো বিখ্যাত গানের এক্সটেন্ডেড ভার্সানের আবেদনও জানিয়েছেন অনেকে। আপনারাও Rhythmic Studio’র ইউটিউব চ্যানেলে গিয়ে শুনে আসুন গানটি। এই শরতের মেঘলা আকাশ আর অনিয়মিত টুপটাপ বৃষ্টির সঙ্গে আপনিও হারিয়ে যেতে পারেন অপূর্ব এই মেলোডির সঙ্গে।