পুজোর প্রাক্কালে ট্রাফিক সচেতনতায় সভা

সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ ও পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে বর্ধমানের ফাগুপুর ট্রাক ট্রার্মিনালে ট্রাক ও টোটো ট্রাইভারদের নিয়ে ট্রাফিক সচেতনতা সভা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুজোর প্রাক্কালে গাড়ির চাপ বাড়ছে রাস্তায় ট্রেন না থাকার বিকল্প পরিবহণ হিসাবে। বিশেষ করে পুজোর মরশুমে নিয়ম না মেনে গাড়ি চালানোর প্রবণতা বাড়ে। গত বছর পুজোর সময় একাধিক টোটো ও চারচাকা দূর্ঘটনায় প্রাণ গেছে উৎসব প্রেমী মানুষের।

    জাতীয় সড়কে টোটো ওঠার রাশ টানতেই এই ট্রাফিক সচেতনতা মূলক কর্মশালা করা হয়। শীতের মরশুম এগিয়ে আসায় কুয়াশাও আসছে ফলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ছে। তাই পার্কিং লাইট ও ফগ ল্যাম্প গাড়িতে লাগানোর ব্যাপারেও প্রচার চালানো হয়। এছাড়াও ট্রাক ড্রাইভাররা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরান তাই কোভিড পরিস্থিতিতে তাদের সংক্রমণের সম্ভাবনা বেশী, সে ব্যাপারেও সচেতন করা হয় তাদের ও সরকারী হাসপাতাল থেকে কোভিড টেস্ট করানোর জন্য অনুরোধ করা হয়। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক আব্দুল গ্যায়াম, ট্রাফিক ইন্সপেক্টর (২) সঞ্জয় চ্যাটার্জি, ওসি ট্রাফিক (গোলাপবাগ) সুদীপ নন্দী এবং পল্লীমঙ্গল সমিতির সদস‍্যবৃন্দ।