পুকুরে প্লাস্টিক ধুতে গিয়ে ডুবে মৃত্যু এক গৃহবধূর

বাবলু হাসান লস্কর দক্ষিণ ২৪ পরগনা : পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক গৃহবধুর, মৃত গৃহবধূর নাম শিবানী মন্ডল (২৮)। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রামনগর ঘোষপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বাড়ির সামনে একটি পুকুরে। স্থানীয় সূত্রে খবর সকাল ১১:৩০ টার সময় শিবানী দেবীর বাড়ির উল্টো দিকে একটি পুকুরে পেয়ারা বাধার যে প্লাস্টিক সেই প্লাস্টিক পরিষ্কার করে ধুই ছিল। এমন সময় হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়। পুকুরটি এই ভরা বর্ষায় জলে পরিপূর্ণ ছিল। শিবানী দেবী পা পিছলে পড়ে যাওয়ার পর আর উঠতে পারেনি। স্থানীয় বাসিন্দারা পাশেই ছিল কিন্তু শিবানী দেবী কে না দেখতে পেয়ে তারা পুকুরে নাবে এবং পুকুর থেকে শিবানী দেবীকে নিয়ে সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একটি শিশু পুত্র আছে। তার স্বামী বাপ্পা মন্ডল বাড়ি থেকে কিছুক্ষণ আগে কাজে বেরিয়েছিলো। তিনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন। তিনি এসে দেখেন তার স্ত্রী মারা গেছেন। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ শিবানী দেবীর দেহটি নিয়ে যায়। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।