সাম্প্রতিক জঙ্গি হানার প্রতিবাদে শান্তিপুর মাদ্রাসা সামসুল উলুম এর মৌলভী- মাওলানা ও হাফেজ পড়ুয়া ছাত্রদের মৌন ধিক্কার মিছিল

শরিফুল ইসলাম, নতুন গতি ডেস্ক:

    নৃশংস জঙ্গী হানার প্রতিবাদ ও শহীদ-স্মরণে গোটা দেশ আজ ঐক্যবদ্ধ। রং – বর্ণ, জাতি-ধর্ম
    সব মিলে মিশে একাকার। কথায় আছে, সুখে তো সকলেই থাকে। বন্ধু চেনা যায় আপদে-বিপদে।
    যত ষড়যন্ত্রের জাল আর ক্ষতির চেষ্টা করুক প্রতিপক্ষ, দেশ রক্ষা, দেশের সংহতির স্বার্থে তাঁরা জন্মভূমির সঙ্গেই।
    পুলওয়ামা কাণ্ডে’ শহীদদের স্মৃতি ও দেশের সংহতির রক্ষার উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পায়ে পথে তাঁরা। সঙ্গে শোয়ে শোয়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

    উপত্যকায় নৃশংস বর্বরোচিত প্রতিবাদের ঢেউ যেন আছড়ে পড়লো আজ সমতল শান্তিপুরের মালঞ্চ মাদ্রাসায়।

    শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যর নেতৃত্বে
    শান্তিপুর সামসুল উলুম মাদ্রাসার শিক্ষক -মাওলানা ছাত্রদের এক সম্মিলিত মৌন মোমবাতির মিছিল সংখ্যালঘু অঞ্চল মালঞ্চ মাদ্রাসার মাঠ থেকে শুরু করে শান্তিপুরের বিভিন্ন অঞ্চল ঘুরে মাদ্রাসায় ফিরে আসে।

    ভারতের ভূস্বর্গ জম্মু-কাশ্মীরে পুলওয়ামাই জঙ্গী হানার প্রতিবাদে গোটা দেশ জুড়ে চলছে বিভিন্ন পথে প্রতিবাদ।

    তারই অংশ হয়ে আজ মৌন মোমবাতি মিছিল বিধায়ক অরিন্দম কে সামনে রেখে শান্তিপুর মালঞ্চ মাদ্রাসার মৌলভী-মাওলানা, হাফিজ পড়ুয়া ছাত্ররা মিছিলে, যা সময়ের প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ।