|
---|
শরিফুল ইসলাম, ননতুন গতি, শান্তিপুর:
কাশ্মীর থেকে কন্যা কুমারী। পাহাড় থেকে সমতল। দেশজুড়ে সর্বত্র চলছে পুলওয়ামাকাণ্ডে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন। জঙ্গিদের প্রতি ধিক্কার । জাতি-ধর্ম, বর্ণ ও কর্ম নির্বিশেষে।
আজ, বুধবার, বৈকাল পাঁচটায় শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পুলওয়ামার জঙ্গি আক্রমণে শহীদ ভারতীয় বীর জওয়ানদের আত্মার চির শান্তি কামনা করে নীরবে মৌন মিছিল চলে পায়ে পায়ে।
শান্তিপুর থানা অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলের বাজার কমিটির প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে এই মোমবাতি মিছিলে অংশ নেন।
এদিন, প্রায় হাজারের কাছাকাছি বিভিন্ন ধরণের ব্যবসার সাথে যুক্ত মানুষের সম্মিলিত মিছিলটি বাইগাছি ড. বিধানচন্দ্র রায় মূর্তির পাদদেশ থেকে বৈকাল পাঁচটার সময় শুরু হয়ে রাজ রাস্তা ধরে চলে। অবশেষে ডাকঘর নেতাজি সুভাষ চন্দ্র মূর্তির পাদদেশে এসে শেষ হয়।
সাংগঠনিক বিজ্ঞপ্তির পর অতি স্বল্প সময়ে ৭১ টি অঞ্চলের প্রায় এক হাজার ব্যবসায়ী এই মৌন মোমবাতি মিছিলে শরিক হন, জানালেন শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক তারক দাস।