টি 10 লীগে দুর্দান্ত ফর্মে পুরাণ, সাকিবের এক ওভারে মারলেন ৫ টি ছয়

নিজস্ব সংবাদদাতা:  আবুধাবিতে চলছে টি-10 লিগ, দুর্দান্ত ফর্মে রয়েছেন পুরান। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন তিনি।ষষ্ঠ ম্যাচে তার ব্যাটের উপর ভর করে অনায়াসে ডেকান বেঙ্গল টাইগারকে হারিয়ে দিয়েছে।

     

     

    নির্ধারিত ১০ ওভারে বেঙ্গল টাইগার প্রথমে ব্যাট করতে নেমে তোলে ১০৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ডেকান ৬.১ ওভারে নির্ধারিত রান তুলে নেয়। বিধ্বংসী ইনিংস খেলেন পুরান, ২১ বলে করেন ৫৪ রান। শাকিবের এক ওভারে পাঁচটি ছক্কা মারেন তিনি।