পুরোনো কর্মীদের সংবর্ধনা প্রদান করতে তৃণমূল কংগ্রেসের বিজয় সন্মেলনী অনুষ্ঠান হয়

বাইজিদ মণ্ডল,ডায়মন্ড হারবার : রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল। আর সেইমত দলের শীর্ষ নেতৃত্বদের নির্দেশ মেনে দলের পুরোনো কর্মীদের সংবর্ধনা প্রদান করতে এদিন বিকালে ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে ও সরিষা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সন্মেলনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক পান্নালাল হালদার ও ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষক সামীম আহমেদ। এছাড়াও উপস্তিত ছিলেন ডা: হা: ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, ডা:হা: ব্লক ২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, ডা: হা: সাংগঠনিক জেলার সভা নেত্রী মনমোহিনী বিশ্বাস,ডা: হা: ২ ব্লক পূর্তকর্মধ্যক্ষ অভিষেক ব্যানার্জি ,ব্লক২ শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,মইদুল ইসলাম মোল্লা সহ আরো অনেকে।এদিন সকল প্রধান অতিথিদের ফুলের তোড়া ও মুমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়।একই সাথে এলাকার বিভিন্ন,পুজো কমিটি ,বরিষ্ঠ তৃণমূলের কর্মী, পুরোনো তৃণমূলের কর্মী সহ সকলকে একই মঞ্চ থেকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন আরজি কর কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে, ফলে এরপরও যদি কেউ বলে কলকাতা পুলিশের তদন্ত মানি না, সিবিআই মানি না, তাহলে তাঁরা কী চান?তিনি বলেন, আসলে বিরোধীরা এরাজ্যে ঐক্যবদ্ধভাবে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে বিরোধীরা যতই চেষ্টা করুক আগামী বিধান সভায় আরজিকর ইস্যুর কোনও প্রভাব পড়বে না। ডায়মন্ড হারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার জানান অন্যান্য ব্লকের মত এই ব্লকে সেইরকম কোন দলের মধ্যে রেশারেশী নেই কিন্তু কর্মীদের আরো সক্রিয় ভাবে কাজ করতে হবে।যদি কেউ দলকে ভালো না বাসে তাহলে তাকে দল থেকে নিজেথেকেই সরে যাওয়া দরকার।লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার বিধান সভাতে ভালো ফলাফল করেছে, ফলে আগামী বিধান সভার জন্যে সকলকে এখন থেকেই ময়দানে নেমে পড়তে হবে আরও ভালো ফলাফল করার লক্ষ্যে। বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ জানান দলের শীর্ষ নেতৃত্ব, আমাদের লোকসভার প্রীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার বিধান সভা এলাকার সকল বরিষ্ঠ তৃনমূল কর্মী ও পুরোনো তৃণমূলের কর্মী সমর্থকদের মিষ্টি মুখ করানোর পাশাপাশি তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী বিধানসভার ভোটকে সামনে রেখে দলীয় সংগঠনের বিস্তারের বার্তা দেন উপস্তিত থাকা নেতৃত্ব রা। এদিন এই অনুষ্ঠানে দলের পুরোনো দিনের কর্মী দের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি হিন্দু, মুসলিম,সকল ধর্মবলম্বি অনুষদের প্রতি সম্মাননা প্রদান করা হয়। বাস্তবে এটি হয়ে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।