পূর্ব বর্ধমান জেলার গলসির লোয়া দিবাকর বিদ্যামন্দির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার গলসির লোয়া দিবাকর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী খোকন দাশ, কাঞ্চন কাজী ও জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী খোকন দাশ বলেন, ছাত্র ছাত্রী রা দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তারা সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেবে। তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তাদের মধ্যে একতার ভিত্তিক মজবুত করবে। বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী বলেন, ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা, তাদের উন্নতির পথ দেখাবে। তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের আরো যোগদানের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের বহু অভিভাবক এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রধান শিক্ষক। ক্রীড়া ও সাংস্কৃতিক এই বিদ্যালয়ে উৎসবের আকার ধারণ করে।