পূর্ব বর্ধমান জেলার টেট পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য।

লুতুব আলি, বর্ধমান, ১১ ডিসেম্বর : রাজ্যের নিরিখে এবারের টেট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লাখ।। পূর্ব বর্ধমান জেলার সংখ্যা প্রায় ৩২ হাজার। পূর্ব বর্ধমান জেলার ৫৬টি সেন্টার থেকে এবার প্রায় ৩২ হাজার টেট পরীক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষা দিলেন। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন টেট পরীক্ষা সার্বিকভাবে ত্রুটিমুক্ত করতে হবে। মা মাটি মানুষের জননেত্রী তথা বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী র নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করলাম। তিনি আর ও জানান, ২৯ হাজার ৭৩ জন পূর্ব বর্ধমান জেলায় টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। পরীক্ষায় বসে ছিলেন ৩১ হাজার ৭৭৪ জন। ৯১.৪৮ শতাংশ এবারের টেট পরীক্ষার হার ছিল। প্রাথমিক বিদ্যালয় সংসদ, ডি আই অফিস, এসডিও অফিস, আরটিও অফিস ও পুলিশ আধিকারিক সহ সমস্ত স্টাফেরা সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে পরীক্ষার্থীদের তিনি অভিনন্দন জানালেন। সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও শুভেচ্ছা জানান। পূর্ব বর্ধমান জেলার টেট পরীক্ষা সার্বিকভাবে সফল করার জন্য জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা দফায় দফায় বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পূর্ব বর্ধমান জেলার টেট পরীক্ষা সম্পন্ন করার জন্য ৫৬ জন অবজারভার নিয়োগ করা হয়েছিল।