|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি: পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা ও সহযোদ্ধার জলছত্র। পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং পূর্ব বর্ধমানের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংস্থা সহযোদ্ধার ব্যবস্থাপনায় ১২ জুন পূর্ব বর্ধমান জেলা আদালত চত্বরে আয়োজন করা হয়েছিল জলছত্রের কর্মসূচি। তীব্র দাবদাহের হাত থেকে পথচলিত মানুষকে একটু স্বস্তি এনে দিতে এই কর্মসূচি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন ৫০০ জন পথচলিত মানুষের হাতে সরবত তুলে দেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের স্বস্তির সুতপা মল্লিক সহযোদ্ধার সকল সদস্য, সদস্যা এবং বর্ধমান জেলা হয়নি পরিষেবা কর্তৃপক্ষের অন্যান্য সদস্যরা। পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অগণিত পথচলিত সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সোফা মল্লিক জানান, আগামী ২২ শে জুন 2024 পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত তৃতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে, তারই প্রচার এবং পাশাপাশি এই চিত্র দাবুদা হয়ে বর্ধমান সহযোদ্ধার সঙ্গে মিলিতভাবে এই কর্মসূচি তারা গ্রহণ করেছেন। এ দিনের কর্মসূচিতে ৫০০ জনের মত শরবতের আয়োজন করা হলেও তারও বেশি মানুষ আজকে উপস্থিত হয়েছিলেন।বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক ও প্রীতিলতা ব্যানার্জি বলেন, স্বেচ্ছাসেবী সংস্থা সহযোদ্ধা বিগত দিনেও এই ধরনের সামাজিক কাজ করে এসেছে। গরমের হাত থেকে স্বস্তি দিতে পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং সহযোদ্ধার ব্যবস্থাপনায় এদিনের জলছত্রের কর্মসূচি দারুণভাবে ফলপ্রসু হয়েছে।