পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার সহযোগিতায় সেভ ড্রাইভ সেভ লাইফ ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।

নূর আহমেদ, মেমারি, ১০ ডিসেম্বর। মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার সহযোগিতায় সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতা মূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো মেমারিতে। মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের তত্ত্বাবধানে ও এ এস আই নানু দাসের নেতৃত্বে এই পদযাত্রা মেমারি থানা থেকে শুরু হয়ে কৃষ্ণবাজার, কলেজ মোড়, চকদীঘি মোড়, চকদিঘি রোডে অভিযান সংঘ হয়ে থানায় এসে শেষ হয়। পদযাত্রাতে পা মেলান সি আই বিশ্বজিৎ মন্ডল, ওসি প্রীতম বিশ্বাস, সহ অন্যান্য পদস্থ পুলিশ অফিসার, হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা। পদযাত্রা চলাকালীন রাস্তার মোড়ে মোড়ে হেলমেটি বিহীন বাইক চালকদের একটি করে গোলাপ দেওয়া হয় এবং সচেতন করা হয়। তার সাথে ওসি ও সিআই সাহেব তাদের হেলমেট পড়ে বাইক চালানোর অনুরোধ করেন।

    এছাড়াও এদিন বেলায় মেমারি থানার অন্তর্গত পালসিট পুলিশ ফাঁড়িতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। চক্ষু পরীক্ষা করার জন্য সহযোগিতা করেন লায়ন্স ক্লাব বর্ধমান। চক্ষু পরীক্ষা ক্যাম্পে আমরা ১৮৩ জন পণ্যবাহী যানবাহনের চালক ও খালাসীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি আই বিশ্বজিৎ মন্ডল, বলেন, যেভাবে রাস্তায় দুর্ঘটনা ঘটছে সেই বিষয়ে সচেতনতা করার জেলার বিভিন্ন থানার সাথে সাথে মেমারি থানাতেও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী করা হয়।এছাড়াও পণ্য যানবাহন চালক ও খালাসিদের চক্ষু পরীক্ষা করা হয়। পুলিশ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত হয়েছে বছরের বিভিন্ন সময়ে। শিবিরে উপস্থিত ছিলেন, সি আই, বিশ্বজিৎ মন্ডল, ও সি প্রিতম বিশ্বাস, সামাউর রহমান, দীপক পাল।