পূর্ব বর্ধমান জেলার রায়নাতে অনুষ্ঠিত হলো রায়না সাংস্কৃতিক উৎসব।

সংবাদদাতা,বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার রায়নাতে অনুষ্ঠিত হলো রায়না সাংস্কৃতিক উৎসব। উদ্যোক্তা ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোস্যাল কাউন্সিল। সহযোগিতায় স্বামী ভোলানন্দ বিদ্যায়তন। অনুষ্ঠানের সকলকে স্বাগত জানান জলপাইগুড়ি ও বর্ধমান ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক, মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক। রায়না ধ্যানচাঁদ অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। রায়না সাংস্কৃতিক উৎসবকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়। অনুষ্ঠানে বিশিষ্ট বক্তারা সমগ্র পৃথিবী জুড়ে মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মিডিয়ার ফোরামের চেয়ারম্যান, মানবাধিকার সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান সঞ্জয় সিনহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশবাণীর শিল্পী আশীষ মিত্র, কবি কমলেন্দু পাল, সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।