|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৭ আগস্ট : পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হল সাংস্কৃতিক প্রতিযোগিতা। ২৭ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বর্ধমান ট্রেজারি বিল্ডিংয়ের তথ্য সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যোগাসনের জাতীয় পুরস্কার প্রাপ্ত বর্ধমানের নবম শ্রেণীর ছাত্রী গৌতমি দাস ও ভাইরাল গায়ক মিলন কুমার। পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশংকর মন্ডল জানান, বর্ধমানের গর্ব দুই পরিচিতি মুখ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়া গৌতম দাস ও ভাইরাল গায়ক মিলন কুমার। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত শিশু কিশোর আকাদেমী আয়োজিত আবৃত্তি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, রাগ প্রধান গান ও শাস্ত্রীয় নৃত্যের ক ও খ দুটি বিভাগের প্রতিযোগিতা চলবে ২৮ আগস্ট পর্যন্ত। ২৭ আগস্ট ক বিভাগের প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয়। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক আর ও জানান, করোনার কারণে শিশুদের শৈশব হারিয়ে গিয়েছিল। তাদের সাংস্কৃতিক মনন ও বিষণ্ন প্রতিবন্ধকতায় শিকার হয়েছিল। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদের সাংস্কৃতিক চেতনাকে শানিত করবার জন্য সরকারের পক্ষ থেকে এই মহতী উদ্যোগকে বাস্তবায়িত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এক সাক্ষাৎকারে গৌতমি দা শ বলেন, গুণীজনদের সামনে হাজির হতে পেরে সমৃদ্ধ হয়েছেন। গৌতমীর প্রশিক্ষক বর্ধমান সহযোদ্ধার কর্ণধার প্রীতিলতা ব্যানার্জি জানান, তিনি দর্শক আসনে বসে আজ গৌতমিকে উদ্বোধক হিসেবে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছেন।