পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি উদ‍্যোগে ৫নং ওয়ার্ডে ঈদ উৎসবের প্রাক্কালে ইফতারের সামগ্রী তুলেদেন।

সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মার উদ‍্যোগে ৫নং ওয়ার্ডে ঈদ উৎসবের প্রাক্কালে রমজান মাসের রোজদারদের হাতে ইফতারের সামগ্রী তুলে দেয়। ১০০ জন রোজদারের হাতে শসা, কলা, মুসম্বি লেবু, তরমুজ, জুস, চিনি, সিমুই, লাচ্চা, ছোলা, ঘি ইত্যাদি খাদ‍্য সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ব্লক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সমাজসেবী শুভেন্দু গুহ, অজিত সিং, সফিকুর রহমান সহ ওয়ার্ড সদস‍্যবৃন্দ। মুকেশ শর্মা জানান আমরা সকলের হাতে ইফতার তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে বলছি যাতে বিশ্বে শান্তি বিরাজ করে এবং আমরা আরো ভালো করে কাজ করতে পারি।