পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস ও ব্লক সভাপতিদের নাম ঘোষণা।

লুতুব আলি, বর্ধমান, ২৮ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস ও ব্লক সভাপতি কারা হবেন তা নিয়ে দীর্ঘ এক মাস ধরে টানা পড়েন হওয়ার পর আজ রাজ্য থেকে ফাইনাল সিলমোহর দেওয়া হল। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার। পূর্বেও তিনি এই পদে আসীন ছিলেন। জামালপুরের বিধায়ক অলক কুমার মাজি যুব সভাপতি ছিলেন। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন রাসবিহারী হালদার। বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি হলেন কাকলি তা গুপ্ত। তিনি বর্তমানে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে আসীন আছেন। এই ব্লকের যুব সভাপতি হয়েছেন মানুষ ভট্টাচার্য। বর্ধমান ২ ব্লকের সভাপতি হলেন এই ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার। যুব সভাপতি হয়েছেন ব্লক এরই কর্মাধ্যক্ষ সৌভিক পান। এই ব্লকের আই এন টি টি ইউ সি ব্লক সভাপতি হলেন কামরুল হাসান। উল্লেখ্য, জামালপুর ব্লকের যুব সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। যুব সভাপতি হয়েছেন ভূতনাথ মালিক। মেমারি ১ ব্লকের সভাপতি হলেন নিত্যানন্দ ব্যানার্জি। যুব সভাপতি হয়েছেন শেখ শাহজাহান। মেমারি শহরের সভাপতি হলেন স্বপন ঘোষাল। মেমারি দুই ব্লকের সভাপতি হয়েছেন হরিসাধন ঘোষ। যুব সভাপতি হলেন হিমাদ্রি মন্ডল। রায়না ১ ব্লক ও যুব সভাপতি হলেন বাম দেব মন্ডল এবং কল্লোল মণ্ডল। রায়না ২ ব্লক ও যুব সভাপতি হয়েছেন অসীম পাল এবং জুলফিকার আলী খান। খণ্ডঘোষ ব্লকের যুব সভাপতি হয়েছেন শুভেন্দু পাল ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। আউসগ্রাম এক ব্লক ও যুব সভাপতি অরূপ সরকার এবং দেবাংকুর ব্যানার্জি। আউসগ্রাম ২ ব্লক ও যুব সভাপতি রামকৃষ্ণ ঘোষ ও মানিক রুইদাস। মন্তেশ্বর ব্লক সভাপতি হলেন আজিজুল হক। যুব সভাপতি হয়েছেন তন্ময় সাঁতরা। ভাতার ব্লকের সভাপতি হলেন বাসুদেব যশ, যুব সভাপতি হয়েছেন অমিত কুমার হুই। গোলসি ১ ব্লক ও যুব সভাপতি হলেন জনার্দন চ্যাটার্জি ও জয়ন্ত মেটে। গলসি ২ ব্লকের যুব ও ব্লক সভাপতি পদে এসেছেন হেমন্ত পাল, সুজন মন্ডল। কেতুগ্রাম ব্লক ও যুব সভাপতি পদে এসেছেন তরুণ কুমার মুখার্জি। এবং বুদ্ধদেব দাস। কেতুগ্রাম ২ ব্লক ও যুব সভাপতি হলেন বিকাশ কুমার মজুমদার এবং রজত কুমার দে। মঙ্গলকোট ব্লক ও যুব সভাপতি পদে এলেন রাম কেশব ভট্টাচার্য, চৌধুরী আব্বাস আহমেদ। পূর্বস্থলী ১ ব্লক ও যুব সভাপতি পদে এসেছেন নবকুমার কর আলিম মল্লিক। পূর্বস্থলী দুই ব্লক ও যুব সভাপতি পদে এসেছেন বদরুল আলম মন্ডল এবং রতন ঘোষাল। কাটোয়া ১নং ব্লক ও যুব সভাপতি হলেন নারায়ণ চন্দ্র সাঁতরা, বাদশা ফারুক শেখ। কাটোয়া ২নং ব্লক ও যুব সভাপতি হয়েছেন পিন্টু মণ্ডল, রাজিব ব্যানার্জি। কাটোয়ার শহর সভাপতি হয়েছেন শুভ্রা রায়। যুব সভাপতি হলেন বিজয় অধিকারী। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস সভাপতি হয়েছেন তন্ময় সিংহ রায় এবং যুব সভাপতি পদে এসেছেন অভিরূপ যশ।