পূর্ব বর্ধমানে নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা।

লুতুব আলি, বর্ধমান, ১৪ মে : পূর্ব বর্ধমানে নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা। শিয়রে পঞ্চায়েত ভোট। এই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচিতে দক্ষিণবঙ্গ সফর করছেন। ১১ মে বীরভূম থেকে নবজোয়ার কর্মসূচী শুরু হয়েছে। বীরভূম মুর্শিদাবাদ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রাম মন্তেশ্বর কালনা মেমারি জামালপুরের বিভিন্ন এলাকা রোড শো ও প্রকাশ্য সমাবেশ করলেন। যেখানেই যাচ্ছেন তিনি দলের নেতাকর্মীদের গোষ্ঠীদ্বন্দ মেটাতে কড়া বার্তা দিচ্ছেন। এই নব জোয়ার কর্মসূচিতে বিশেষ করে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ব্যালোটে ভোট নেওয়া হচ্ছে। এই সফরে র চরিত্র বুঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত ভূমিকা নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পঞ্চায়েতে দাঁড়িয়ে জিতে পাঁচ বছরের লাইসেন্স পেয়ে গেলাম এইরকম মানসিকতার বিসর্জন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য তিনি দলের কর্মীদের নির্দেশ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ও জানান, নব জোয়ার কর্মসূচি মানে নব বনাম পুরনো কর্মীদের মধ্যে বিবাদ নয়। একদা যারা দলকে ক্ষমতায় আনতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সেই সমস্ত পুরনোকর্মীদের মর্যাদা দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন হাজার হাজার মানুষ তাকে প্রত্যক্ষ করার জন্য এমনকি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ কে উপেক্ষা করেও অধীর আগ্রহে অপেক্ষা করে করছেন। রাত্রি এগারোটা বেজে গেলেও মানুষ অসীম ধৈর্য নিয়েও অপেক্ষা করছেন। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো ১৩ মে জামালপুরে। এদিন কালনার দলের নিহত কর্মী দয়াল হাজরার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। তার পরিবারের সঙ্গে তিনি কথাবার্তা বলেন। ১৩ মে কর্ণাটকে বিজেপির পরাজয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করছেন। পরোক্ষভাবে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে। স্বৈরাচারী বিজেপি র শাসনের অবসান ঘটাতে গেলে অ বিজেপি দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। ১৪ মে তেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় রোড শো ও জনসভা আছে। পূর্ব বর্ধমানের জনসভা ছেড়ে তিনি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর চিত্রালয় মাঠে ৬২ টি পঞ্চায়েত কে নিয়ে অধিবেশন এ যোগদান করবেন। পরে ফরিদপুরে, মানকর বীণাপাণি ফুটবল ময়দানে ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রোড শো জনসভা অনুষ্ঠিত হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে।