পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলার হাজিদের সরকারি প্রশিক্ষণ শিবির বর্ধমান টাউন হলো।

নাজমুস সাহাদাত : আজ বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলার হাজি সাহেবদের জন্য সরকারি ট্রেনিং । পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি এবং পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু দপ্তরের পরিচালনায় সমগ্র ট্রেনিং পর্ব টি পরিচালিত হয়। অত্র অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইব্রাহিম সাহেব এবং সমাজসেবী নাইয়ার সাহেব এবং পূর্ব বর্ধমান সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন আধিকারিক গন।এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হাজি কামরুল হুদা সাহেব।তিনি এবছরের তীর্থ যাত্রীদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান টি তিনটি পর্বে পরিচালনা করা হয়। লজিস্টিক পর্ব,মদীনা পর্ব এবং ওমরাহ ও হজ পর্ব। লজিস্টিক পর্ব টি আলোচনা করেন আবুল হাসান সাহেব এবং হজের আহকাম এবং আরকান বিষয় গুলি আলোচনা করেন মুফতি ইব্রাহিম সাহেব। সফলতার সাথে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সমগ্র বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন হাজি কামরুল হুদা সাহেব।