পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের রুখে দাঁড়ানোর কর্মশালা

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের রুখে দাঁড়ানোর কর্মশালা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের মহিলা থানা ও সাইবার ক্রাইম থানার উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী কর্মশালা। ১৩ জুলাই বর্ধমান শহরের লাকুড্ডি নিকেতন হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান মহিলা থানার আধিকারিক কবিতা দাস, সাইবার ক্রাইমের আধিকারিক, বর্ধমানের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সংগঠনের মুখপাত্র ফাল্গুনী দাস রজক, বিশিষ্ট আইনজীবী দ্বৈপায়ন দাস, লাকুড্ডি বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি সাহা প্রমুখ। সমাজে দিনের পর দিন ঘটে চলেছে অপরাধ, সেই সঙ্গে পরিবারের পক্ষ থেকেও কখনো কখনো নিরাপদ নয় শিশুরা কখনো বা তাদের শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। কখনো বা পাচারের মতো ভয়াবহ ঘটনা, অথবা হয়ে পড়েছে বিচ্ছিন্নভাবে মোবাইলের শিকার, সেই সঙ্গে ভালো স্পর্শ, খারাপ স্পর্শ, প্রভাবিত হয়ে সমাজের ধারা অথবা পরিবারের দ্বারা অথবা বিভিন্নভাবে কম বয়সে বেড়ে চলা বিয়ের প্রবণতা, সাইবার সচেতনতা সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালায় এইসব দিকগুলি নিয়ে আলোকপাত করা হয়। এছাড়াও কর্মশালায় বাল্য বিবাহ, শিশুশ্রম, সাইবার ক্রাইমের বিভিন্ন দিকগুলি নিয়ে বিশদে আলোচনা ও হয়। পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস ছাত্র-ছাত্রীদের একটাই বিষয় বোঝান না বলতে শেখো, অন্যায় প্রতিবাদ করতে শেখো। বিপদে পড়লে আইনের সহযোগিতা নেওয়ার কথাও তিনি বলেন। বর্ধমান সহযোদ্ধার মুখপাত্র ফাল্গুনী দাস রজক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন-উত্তরের পর্ব পরিচালনা করেন।