সাত সকালে চা করার সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটার লিক করে আগুন লেগে যায়

 

    সাত সকালে চাওয়া সময় সিলিন্ডার রেগুলেটার লিক উপর আগুন লেগেছে

     

    রাহুল রায়,নতুন গতি,পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর ব্লকের পুরুনিয়া গ্রামে সাত সকালে চা করার সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটার লিক করে আগুন লেগে যায়। স্থানীয়রা ভিজে চটের বস্তা,বালি দিয়ে আগুন নেভায়। এই আগুন থেকে ধরে যায় খড়ের ঘর স্থানীয়দের চেষ্টায় পুকুর থেকে জল এনে আগুন নেভায়।খড়ের ঘরের চাল বৃষ্টির জন্য ভিজে থাকার ফলে আগুন বেশি ছড়িয়ে যায়নি না হলে বড় দুর্ঘটনা হতো। এলাকার মানুষরা দাবি বলেন আমাদের কাছাকাছি কোন দমকল সার্ভিসের গাড়ি নেই আছে কালনা, মেমারি,ভাতার প্রায় ঘন্টা খানের রাস্তা আসতেই আগুন সব শেষ হয়ে যাবে।আমাদের মন্তেশ্বর ব্লকে দমকলের অফিস হলে খুব ভালো হয়।