|
---|
সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানের বর্ধমান পৌর সভার ২৩ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন কে আরও শক্তিশালী করে তুলতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। কর্মী সম্মেলন হল তারই অঙ্গ। ভিড়ে ঠাঁসা এই সম্মেলনে জেলার দলীয় তিন সাধারণ সম্পাদক খোকন দাশ, কাঞ্চন কাজী ও উজ্জ্বল প্রামাণিক সহ বহু নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আবেদন জানান। এবং এলাকায় সাম্প্রদায়িক শক্তির কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান।