|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান জেলা সমগ্র শিক্ষা মিশনের গাছ বিতরণ। পূর্ব বর্ধমান জেলার সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় বৃক্ষরোপণের উদ্দেশ্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। সহযোগিতায় ছিল বর্ধমান বনবিভাগ, জেলা শিক্ষা দপ্তর ও বর্ধমানের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান গাছ গ্রুপ। জেলার প্রতিটি বিদ্যালয় যাতে সুষ্ঠুভাবে গাছের চারা পৌঁছে যায় তার জন্য তিনটি বিতরণ কেন্দ্র বর্ধমান সদর, কালনা ও কাটোয়া থেকে মোট ১৭ ৮০ টি চারা গাছ বিদ্যালয়ে গুলির মধ্যে বিতরণ করা হয়। শাল, সেগুন, মেহগিনি, পেয়ারা, কাঁঠাল, সোনাঝুরি মতো চারা গাছ বিতরণ কেন্দ্রগুলি থেকে বিদ্যালয়গুলির হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান বন বিভাগ ও গাছ গ্রুপের সদস্য ও সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মসূচি হয়। গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, ডিভিশনাল ফরেস্ট অফিসার নিশা গোস্বামী, দেব পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দেবব্রত পাল, সরকারি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বৃন্দাবন মিত্র, জাতীয় শিক্ষক তথা গাছ গ্রুপের পুরোধা গাছ মাস্টার অরূপ চৌধুরী, সোমনাথ চৌধুরী, হালিমা খাতুন, অরুণ কুমার মন্ডল, বাসুদেব মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। কালনা ও কাটোয়া বিতরণ কেন্দ্রগুলি থেকে গাছ সংগ্রহের চাহিদা ছিল চোখের পড়ার মতো। গাছ গ্রুপের পক্ষ থেকে গাছ বিতরণে অংশগ্রহণ করেন তাহের আলী শেখ, শেখ মিসকিন আলী, সুব্রত সাহা, সুকল্যাণ বসু, সুবোধ সাহা প্রমুখ।