পূর্বস্থলীতে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ

লু তুব আলি : পূর্বস্থলীতে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ঘোষণা করলেন দশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে বিলুপ্তপ্রায় প্রাণী দের সংরক্ষণাগার। পূর্বস্থলী ১নং ব্লক এর মধ্যেই এই সংরক্ষণাগার টি গড়ে তোলা হবে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্বস্থলী ১নং ব্লকের চক রাহাতপুর খাল বিল উৎসব মাঠে এদিন এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে স্বপন দেবনাথ বলেন, প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসা লুপ্তপ্রায় প্রাণীদের জন্য পার্ক গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে প্রজাপতিদের জন্য এই পার্কটি মনোরম ভাবে গড়ে তোলা হবে। রাজ্য বায়ো ডাইভারসিটি বোর্ড এই টাকা অনুমোদন করেছে। পূর্ব বর্ধমান জেলা প্রকৃতি ও প্রাণী প্রেমি সংস্থার সভাপতি ও জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী বলেন, প্রজাপতিদের জন্য যে পার্ক বাস্তবায়ন করার কথা মন্ত্রী মশাই ঘোষণা করেছেন তাকে তিনি স্বাগত জানিয়েছেন। এই পার্কে শেয়াল পেঁচা হরিণ প্রভৃতি লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ করে রাখার ও ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী আরও বলেন কৃত্রিম জিনিসগুলি প্রাত্যহিক জীবন থেকে পরিহার করা দরকার। এদিন পরিবেশ দিবসের প্রাক মুহূর্ত সকালে কন্যাশ্রীর ছাত্রী শিক্ষক শিক্ষিকা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষরা এবং অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশের উপর বসে আঁকো প্রতিযোগিতা হয়। এদিন বৃক্ষরোপন অনুষ্ঠানে দেশি নিম, আমলকি, মহুয়া, কামরাঙা, হরিতকী তেতুল সহ দশটি ভেষজ গাছ লাগানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও রায়নার বিধায়ক শম্পা ধারা, রাজ্য পরিবেশ দপ্তরের সচীব নী লোম মিনা, রাজ্য জীব বৈচিত্র দপ্তরের সচিব তৃপ্তি শা, রাজ্য জীব বৈচিত্র পর্ষদের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ, গবেষণা আধিকারিক ড. অনির্বাণ রায়, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নিশা গোস্বামী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ড. দেবাশীষ নাগ, পূর্বস্থলী ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত জানা ও পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক প্রমুখ। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জন স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি এই প্রতিবেদককে বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের সুস্থ পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে সচেতনতার আন্দোলন গড়ে তুলতে পারলেই তবে ই এই পৃথিবীটা আআরও সুন্দর হয়ে উঠবে। এই অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ জীব-বৈচিত্র পর্ষদ, আয়োজনে পূর্বস্থলী ১নং ব্লক জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি, আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য সরকারের পরিবেশ দপ্তর।