|
---|
লুতুব আলি, নতুন গতি: পূর্বস্থলীর নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো লোকশিল্পীদের সম্মেলন। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে পূর্ব বর্ধমান জেলার লোকপ্রসার প্রকল্পের ৫০০ নথিভূক্ত লোকশিল্পীদের নিয়ে একদিনের সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্বস্থলী ১ নং ব্লকের নজরুল মঞ্চে। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জিলা পরিষদের কর্মাধ্যক্ষগণ, মহকুমা ও ব্লকের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বিভিন্ন সমাজ সচেতনতা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়, যাতে লোকশিল্পীরা গান তৈরি করে জনকল্যাণে প্রচার চালাতে পারে। বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের নান্দনিক সূচনা হয়। অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার দুই গুনি শিল্পী মনি দীপা মজুমদার ও রমা মুন্সি কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই বিরল সম্মান পেয়ে শিল্পীরা সন্তোষ প্রকাশ করেন । পূর্ব বর্ধমান জেলা তথ্য-সংস্কৃতিক আধিকারিক রামশংকর মন্ডল জানান, লোকপ্রসার প্রকল্পের অধীনে শিল্পীরা মাসে এক হাজার টাকা করে ভাতা পান এবং সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের জন্য লোক শিল্পী কিছু এক হাজার করে সাম্মানিক প্রদান করা হয়। পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ মহকুমা আধিকারিকরা, লোকশিল্পীদের সাথে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে মত বিনিময় করেন। এই ধরনের লোক শিল্পী সম্মেলনের মাধ্যমে জেলা শিল্পীরা সরাসরি নিজের সমস্যা জানাতে পেরে খুশি। এলাকার মানুষরা এই আয়োজনের দপ্তরের প্রশংসা করেন এবং লোকশিল্পীরা এরকম জেলার অনুষ্ঠানে যোগদান করতে পেরে সম্মানিত বোধ করছেন। বিভিন্ন লোক অঙ্গীকার সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।