দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১নম্বর ব্লকের অন্তর্গত ইউনাইটেড পাওয়ার ফর রুরাল এমপ্লয়মেন্ট ( পিওর ) কেবল একটি সংগঠনের নাম নয়,এটি গ্রামীণ মানুষের আশাও বটে

সামসুর রহমান, উস্থি ,দঃ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১নম্বর ব্লকের অন্তর্গত ইউনাইটেড পাওয়ার ফর রুরাল এমপ্লয়মেন্ট ( পিওর ) কেবল একটি সংগঠনের নাম নয়,এটি গ্রামীণ মানুষের আশাও বটে। শুরু থেকেই তারা কর্মহীনের কর্ম সংস্থান,রক্তদান, পরিবেশ সচেতনতাসহ মানুষের জন্য ক্রমাগত বহু কাজ করে চলেছে। তারা গত বছরের লক ডাউন ও পাশাপাশি ‘আম্পান’-এর সময় নিজেদের সাদ্ধ মতো অনাথ পরিবারসহ প্রায় তিন হাজার দুস্থ মানুষের কাছে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ত্রিপলের ব্যবস্থা করে ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু পরিমাণ রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করে।আবার এই বছর নিবন্ধিত সংস্থা হিসাবে তারা ডায়মন্ড হারবার সাব বিভাগের জন্য উচ্চমানের অভিজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় ‘করোনা রোগীদের হেল্পলাইন’ খোলার পাশাপাশি গত বছরের ন্যায় কিছু অনাথ পরিবারসহ মুসলিম সম্প্রদায়ের জন্য কিছু রমজান ও ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও জামাকাপড় বিতরণ করে। বর্তমানে তারা উক্ত ব্লকের শেরপুর বাজারে আসন্ন ‘রক্তদান’ শিবিরের জন্য আমন্ত্রণ ও ‘করোনা’ এর দ্বিতীয় প্রবাহের বিরুদ্ধে সরকারি বিভিন্ন পদ্ধতির পাশাপাশি কিভাবে লড়াই করতে পারে তার জন্য ব্লক স্বাস্থ্য আধিকারিক মাননীয় অরূপ নস্কর বাবুর সাথে দেখা করে বৈঠক করলে তিনি ১৫ টি PPE সহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া “যশ” ঘূর্ণিঝড়ের ভারী পূর্বাভাসের সময় তারা সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে যায়, এমনকি বৃষ্টিপাতের মধ্যেও কর্মকর্তাদের সাথে দেখা করে বৈঠক করে। তারা মগরাহাট ১ এর বিধায়ক মাননীয় গিয়াস উদ্দিন মোল্লা মহাশয়, মাগরাহাট ১ ব্লক উন্নয়ন আধিকারিক মাননীয়া ফতেমা কাওসার,ইয়ারপুর পঞ্চায়েত সচিব সহ আরও কয়েকজনের সাথে দেখা করে। ‘ইয়াশ’-এর এই গুরুতর প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টিম “পিওর ” হেল্পলাইন খুলেছে ও তাদের সহযোগিতা করার কথা জানায় এবং বিশিষ্ট জনেরা সকলেই আনন্দচিত্তে তা গ্রহণ করে ও সহযোগিতার আশ্বাস দেন। এই ধরনের চ্যালেঞ্জিং কাজে অংশগ্রহণ করায় টিম “পিওর” খুবই খুশি হয় ও কাজে আরও উৎসাহ পায় বলে জানায়।