|
---|
আজিজুর রহমান, গলসি : গঙ্গাজল নিয়ে ফিরে আসা পূণ্যার্থী মিষ্টি জল খাওয়ালেন মুসলিম যুবক রহমত মোল্লা। তিনি গলসি ১ নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের সদস্য। রবিবার রাত্রি নটা নাগাদ তিনি তার গ্রাম জাগুলিপাড়া মোড়ে শিব ভক্তদের সেবায় জল ও মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন। জানা গেছে, জনা পঞ্চাশেক পুণ্যার্থী জলাভিষেক করার জন্য কাটোয়ার ঘাটে গঙ্গার জল আনতে গিয়েছিলেন। তাদের বেশিরভাগই পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পূণ্যার্থীদের সেবা করার জন্য কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে গ্রামের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন রহমত। পূণ্যার্থীর দল আসতেই তাদের দাঁড় করিয়ে হাতে মিষ্টি ও পানীয় জল তুলে দেন তিনি। কাটোয়া থেকে জল আনতে যাওয়া পূণ্যার্থী লোকো বাগদি, দিলু বাগদি, বলাই বাগদি কালু বাগদি, রাহুল বাগদি, সৌরভ বাগদিরা জানিয়েছেন, তারা লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এলাকার করকোনা শিব মন্দিরে জলাভিষেক করার জন্য তারা গঙ্গা থেকে জল আনতে গিয়েছিলেন। তারা জানাই, তাদের মধ্যে জনা কুড়ি পূণ্যার্থী ৯ ই আগস্ট হেঁটে বাড়ি থেকে জল আনতে গিয়েছিলেন। বাকিরা শনিবার ভোরে গাড়ি নিয়ে বেড়িয়ে ছিলেন। এদিন গঙ্গার জল নিয়ে সকলেই মিলিত হয়ে মন্দিরে ফিরছিলেন। রাত্রি নটার সময় জাগুলিপাড়া মোড়ে তাদের মিষ্টি পানীয় জল খাবার ব্যবস্থা করা হয়। মুসলিম যুবকের এমন উদ্দ্যোগে তারা খুব খুশি হয়েছেন। সৌরভ বাগদি বলেন, রহমত মোল্লা আগেও এমন কাজ করেছেন। আজও তাদের ফোন করে জাগুলিপাড়ার মোড়ে দাঁড়াতে বলেছিলেন। তার ডাকেই সকলে হাজির হয়ে মিষ্টি মুখ করে জল পান করেছেন। এলাকার ভিন্ন ধর্মীয় মানুষদের পাশে দাঁড়াতে এমন কাজের প্রশংসা করেন অনেকেই।