|
---|
সংবাদদাতা : হুগলির আরামবাগ শহরের দৌলতপুর রেল ব্রিজের নিচে রাস্তায় লোহার রড বেরিয়ে যাওয়ায় নিত্য দিন মানুষের যাতায়াতের সমস্যা হত। এই নিয়ে ৩ বার রেল কে ডেপুটেশন দেয়া সত্ত্বেও রেল কোনো পদক্ষেপ নেয়নি। তাই মানুষের স্বার্থে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস নিজে থেকে রেলের জায়গায় রোলার দিয়ে পাথর,ইট ফেলে রাস্তা মেরামত করে দিলেন পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী ও আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় মহাশয় নেতৃত্বে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সহ সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।