পুরসায় ফুটবল খেলায় জয়ী বর্ধমান লোকো কোচিং সেন্টার

আজিজুর রহমান, গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতা শুরু হল শুক্রবার। এবারে তাদের খেলা ৩৮ বছরে পদার্পন করলো। এবারের খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রথমে অতিথি বরন, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী খেলার সুচনা করা হয়। প্রথম খেলায় বর্ধমান লোকো ফুটবল কোচিং সেন্টার ও বালাজী একাদশ মুখোমুখি হয়।

    খেলায় বর্ধমান লোকো ৬-০ গোলে বালাজী একাদশকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। খেলার প্রথমার্ধে বর্ধমান লোকো তিনটি গোল করে এগিয়ে যায়। ১১ ও ৩৪ মিনিটে মার্শাল মুর্মু দুটি গোল করেন, এবং ১৭ মিনিটে আবতাব হোসেন একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে, ৩১ এবং ৪৪ মিনিটে অর্পণ কোনার দুটি গোল করেন। ৪৬ মিনিটে আবতাব হোসেন তার দ্বিতীয় এবং দলের পক্ষে শেষ গোলটি করেন। এই খেলার সেরা হন বর্ধমান লোকোর খেলোয়াড় মার্শাল মুর্মু।

    পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক সেখ ফিরোজ আহম্মেদ জানান তাদের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ই নভেম্বর, সোমবার। ওইদিন জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টার এবং রানাডি সাকিব অ্যান্ড তাসরিন একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।