|
---|
সংবাদদাতাঃ কালিয়াচক: রবিবার কালিয়াচক পুস্তক ব্যবসায়ি সমিতির বার্ষিক সাধারণ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হল । এদিন কালিয়াচক শহরে বেসরকারি একটি হোটেলের মিটিং হলে সম্মেলনে কালিয়াচক-১,২,৩ তিনটি ব্লকের প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে স্বাগত ভাষণ দেন প্রবীন পুস্তক ব্যবসায়ি আলতাফ হোসেন । তিনি বলেন শিক্ষা নিয়ে আমাদের ব্যবসা। সরকার স্কুল গূলিতে বই সরবরাহ করছে।ফলে বই য়ের ব্যবসা কমেছে। আমাদের পুস্তক ব্যবসা কমলেও এখনও বইয়ের বিকল্প নেই। মোবাইল ইন্টারনেটে অনেকে বই পড়ছেন। সরকারের কাছে আগামীতে পুস্তক বিক্রেতারা কিছু দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। সংগঠনকে শক্তিশালী করা ও পুস্তক ব্যবসায় উন্নতিলাভের লক্ষ্যে এদিনের সম্মেলন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাক গোলাম জাকারিয়া , সভাপতি জালালউদ্দিন, দিদার হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।