|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:ভারত ছাড়ো আন্দোলনের ৭৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ভারত বাঁচাও’ দিবস পালন করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সোমবার মালদা শহরের কেজে সান্যাল রোডে সিটু প্রভাবিত ডব্লুবিএমএসআরইউ’র পক্ষ থেকে ভারত বাঁচাও দিবস পালন করা হয়। সিটুর পক্ষ থেকে অনুপম গুণ বলেন, সারা দেশে একটা অচলাবস্থা চলছে। যুবকদের খাদ্য নেই। কাজ নেই মানুষ হতাশায় ভুগছে।
দেশের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে বিক্রির ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। রেল ও অন্যান্য সংস্থার বেসরকারিকরণ করা হচ্ছে। সাধারণ মানুষ দৈনন্দিন রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এরই প্রতিবাদে রাস্তায় নেমেছি। সারা জেলা জুড়ে এই কর্মসূচী পালিত হচ্ছে। খাদ্য ও কাজের দাবীতে আগামীতে আমরা আরও বড় আন্দোলন করব। শ্রমিক ও কৃষকদের স্বার্থে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এদিনের সভায় ডব্লুবিএমএসআরইউ বক্তব্য রাখেন।