|
---|
আয়ুব আলি- নতুন গতি: উওর২৪পরগনা র নৈহাটি আর বি সি কলেজ (মহিলা) প্রাক্তনীদের সুচের কাজের প্রশিক্ষণ কর্মশালা, হাতের কাজের প্রদর্শনী হল ১৩ ই মে শনিবার কলেজের বিদ্যাসাগর অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ড:লানা মুখোপাধ্যায়, প্রধান অতিথি ড: বাসুদেব বন্দ্যোপাধ্যায়,রুমিতা ভট্টাচার্য সভানেত্রী প্রাক্তনী সোসাইটি, ড: লানা মুখোপাধ্যায় বলেন নৈহাটি নারী শক্তি সমিতির প্রশিক্ষণের মাধ্যমে প্রাক্তনী ও বর্তমান ছাত্রী দের সুচী শিল্পের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করাই এদিনের কর্মশালার উদ্দেশ্য বলে জানালেন, এছাড়াও সারাদিন ব্যাপি বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী ও বিভিন্ন খাবারের স্টল। অধ্যক্ষা জানালেন আগামীদিনে এধরনের আরো কর্মসূচি নেবেন , ছাত্রীরা কলেজপাঠ পরবর্তীতে স্বনির্ভরতা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে। কলেজের ছাত্রীরা নৃত্য পরিবেশন করে।