|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির রামগোপালপুর এলাকায় মোমবাতি মিছিল করল বিবেকানন্দ সংঘ নামক একটি সামাজিক সংগঠন। মিছিলটি রামগোপালপুর গ্রাম থেকে গোটা বাজার পরিক্কমা করে। যেখানে দুইশত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। যোগ দেন এলাকার যুবক, ছাত্র-ছাত্রী ও নারীরা।
জানাগাছে, কোলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ডাক্তার কে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিজের কর্মক্ষেত্র স্থানে ঘৃণ্য ওই ঘটনায় কার্যত উত্তাল হয়েছে সারা রাজ্য থেকে দেশ। সেই কান্ডে অভিযুক্তদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে অনেকেই। প্রতিবাদ জানিয়েছেন শাসক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজসেবী সংগঠন গুলি। গত কাল অর্থাৎ মঙ্গলবার সন্ধায় আরজিকর কান্ডে দোষীদের চিহ্নিত করে সাজার দাবীতে রামগোপালপুর এলাকায় ওই মোমবাতি মিছিল করেন এলাকার বিবেকানন্দ সংঘের সদস্যরা।