|
---|
নূর আহমেদ,মেমারি : ২৯ সেপ্টেম্বর ২০২৪ মেমারি ৩ নং ও ৪ নং ওয়ার়্ডের মুসলিম পাড়া থেকে মিছিল শুরু হয়ে রায়পাড়া মেমারি ডাকবাংলোতে শেষ হয়।মঙ্গলবার ৩ ও ৪ নং ওয়ার্ড মহিলাদের উদ্যোগে এই মিছিল হয়। শহর ছাড়িয়ে এবার আর জি কর হত্যাকান্ডের প্রতিবাদ মেমারি মুসলিম পাড়াতে। মিছিলে আওয়াজ ওঠে। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে মিছিলে অংশ নিলেন পাড়ার সাধারঁণ মহিলা সিপিআঅইএম পার্টি কর্মী মহিলা ও বেশ কিছু স্কুলের ছাত্রীরা। এদিন তাদের মিছিলে মিলিত কন্ঠে আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস। মিছিলে পা মেলান মনীষা চক্রবর্তী, আল্পনা মিত্র, মায়া হাজরা, শকুন্তলা রায় প্রমুখ।
নূর আহামেদ মেমারি
ফটো ক্যপশন- মঙ্গলবার মেমারি মুসলিম পাড়া থেকে মিছিল সংঘটিত হয়