|
---|
ইলিয়াস মল্লিক, কোলকাতা: গত ১৬ই ডিসেম্বর কোলকাতায় শুভ উদ্বোধন হল প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী আব্দুল মারুফ মল্লিকের আর একটি নতুন শোরুম “আর এম গোল্ড”। বিগত সময়ে মারুফ সাহেব এম এম জুয়েলার্সের প্রতিষ্ঠা করেন ও অল্প সময়েই তিনি কোলকাতা তথা ভারতের বিভিন্ন প্রান্তে সুনাম অর্জন করেন স্বর্ণ শিল্পে। বর্তমানে তার পুত্রত্রয় আবু হোসেন,জাকির হোসেন ও নাজির হোসেন এই ব্যবসায়ী প্রতিষ্ঠান কে এগিয়ে নিয়ে চলেছে, তারা ২০১৭ ই কোলকাতার ফুলবাগানে প্রথম গহনার রিটেল শোরুমের দ্বার উদ্ঘাটন করে এবং চলতি বছরে গত ১৬ই ডিসেম্বর কোলকাতা ৪৪/বি, রিপন স্ট্রিটে আর একটি নতুন গহনার শোরুম উদ্বোধন করেন।
ঐ দিন গ্রাহকদের বিশেষ ছাড় ও উপহার দেওয়া হয় প্রতিটা কেনাকাটার উপর। গ্রাহকদের স্বর্ণ সামগ্রী কেনাবেচার উপর বিভিন্ন সচেতনা মূলক বার্তা ও আগামীতে নতুন নতুন অফারের সাথে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার কথা বলা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ঐ দিন হাজি আব্দুল মারুফ মল্লিক সাহেব, ফারুক মোল্লা সাহেব, আবু হোসেন সাহেব, জাকির হোসেন ও নাজির হোসেন গ্রাহকদের আতিথেয়তা করেন এছাড়াও এম এম জুয়েলার্স কোম্পানির সমস্ত সদস্য ও স্থানীয় গনমান্য ব্যক্তিত্বের উপস্থিতিতে এই শোরুমের উদ্বোধন হয়।