রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমি র পত্রিকা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

আসাদ আলী,নতুন গতি : গত ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দূরদূরান্ত থেকে আসা কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখ ও গুণীজনের সমারোহে ও সহ-সম্পাদিকা সুজাতা ঘোষের দক্ষ সঞ্চালনা ও সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের সার্বিক পরিচালনায় কবিতা পাঠ গান ও আলোচনায় সুন্দর একটি সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পায় কলকাতা। সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের স্বাগত ভাষণ ও রুমা নাগের অসাধারণ উদ্বোধনী সংগীত দিয়ে সভার সূচনা। তারপর সভাপতি ও অতিথিবরণ এবং সম্বর্ধনা ও তাঁদের সুচিন্তিত বক্তব্য ও দিকনির্দেশনা। বক্তব্য রাখেন সভাপতি কবি সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, তাছাড়াও তিনি সম্প্রীতির উপর একটি গানের মাধ্যমে দেন দিক নির্দেশনা এবং বক্তব্যতে তিনি সংবিধান ও দেশ রক্ষা ও সম্প্রীতির পক্ষে লেখকদের নির্দেশনা দেন। বাংলা ইংরেজি ও ইতিহাসে মাস্টার্স ও বিশিষ্ট উপন্যাসিক মুসা আলি তিনিও সম্প্রীতির পক্ষে ও সম্পাদক ও সভাপতির ঐক্যমতে আরো একীভূত থেকে কাজ করার পরামর্শ দেন। বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার ও উপন্যাসিক সৈয়দ মুস্তাফা সিরাজের ভাতুস্পুত্র সৈয়দ হুমায়ুন রানা, সুনীল বণিক, সুদীপা ভট্টাচার্য, কুনাল রায়, প্রতিমা কর্মকার, কৌশিক গাঙ্গুলী প্রমূখ। প্রত্যেক অতিথিগণকেই ব্যাচ উত্তরীয় সুদৃশ্য মেমেন্টো ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়। কবিতা পাঠ করেন সুতপা চক্রবর্তী, সহেলি দাস, তারাপদ ধল, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর মিদ্দে, এম এ জলিল, মোঃ শফিকুল ইসলাম, সুদিতা মালিক, ফিরদৌস হোসেন, শহিদুল বিশ্বাস, ডঃ রুহুল আমিন, শর্মিষ্ঠা বসু, মৌসুমী মজুমদার চৌধুরী, বিশ্বজিৎ দাস, শ্রুতি সামন্ত, ত্রিদিবেশ দে প্রমুখ। স্বরচিত শ্রুতি নাটক নব আনন্দে জাগো অসাধারণ দক্ষতার সাথে উপস্থাপন করেন সুজাতা ঘোষ। মাইকেল মধুসূদন দত্তের কর্ণ শ্রুতি নাটক হিসেবে উপস্থাপন করেন রোহিতাশ্ব ভট্টাচার্য তবে তাকে সময়ের কথাও ভাবতে হবে। কবিতা কোলাজ সনৎ দে ও অঞ্জনা দে।