|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : গত কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম শতবর্ষে বাংলার বিভিন্ন স্থানে নজরুল স্মরণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। একইভাবে নদীয়া মডেল মিশনারি স্কুলে রবীন্দ্রনাথ নজরুল স্মরণ অনুষ্ঠান শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত হল। গতকাল ২৪ শে মে ,২০২৪ ধুবুলিয়ার সিংহাটি গ্রামে অবস্থিত এই মিশনে সারাদিনব্যাপী অনুষ্ঠানে রবীন্দ্র- নজরুল কবিতা গান ও নৃত্য পরিবেশন করে মিশনের শিক্ষার্থী ও শিক্ষকরা। মিশনের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যরা তাদের বক্তব্যে সমৃদ্ধ করেন ছাত্র-ছাত্রীদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব মোবারক হোসেন মন্ডল, প্রেসিডেন্ট জনাব রাকিবুল ইসলাম মন্ডল, সহসভাপতি বশির আহমেদ, টিআইসি অপর্ণা দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট টিআইসি শহীদুল মন্ডল ও মিশনের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক সৈকত গুহ।