রবি – নজরুল – সুকান্ত স্মরণে ও শ্রদ্ধা নিবেদনে

সুবিদ আলি মোল্লা,নতুন গতি : বাংলার সাহিত্য অঙ্গনে তিন উজ্জল নক্ষত্র রবীন্দ্র- নজরুল – সুকান্ত। গত ২৯.০৬.২০২৫ জুন, রবিবার, ” আলোর অন্বেষণে ” সাহিত্য সংস্থার উদ্যোগে গোবরডাঙ্গার অন্তর্গত বামনডাঙ্গায় সেন্ট অ্যানেস হাই স্কুলে রবীন্দ্র নজরুল সুকান্ত জন্ম জয়ন্তী উৎসব উদযাপিত হয়। সাবির হোসেন, মাহসুজার রহমান ও সঙ্গী সাথীদের সমবেত কন্ঠে রেঁনেসা গণসঙ্গীত সংগঠন এর পক্ষ থেকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির আলি সাহেব। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি বর্গ হিসাবে উপস্থিত ছিলেন,ডঃ মনোজ ঘোষ,ডঃ অমৃতলাল বিশ্বাস,সিস্টার অন্বেষা,পার্থ প্রতিম সরকার, অরূপ পান্তি, অরূপ দত্ত, ডঃ নুরুল ইসলাম, সমুদ্র বিশ্বাস, হাসিম আব্দুল হালিম, সাংবাদিক জাহাঙ্গীর হাবিব, সংগীত শিল্পী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, রণজিৎ মুখোপাধ্যায়, এবং আরও অনেকে। সংগঠনের অন্যতম সদস্য হিসাবে ছিলেন ডঃ মুস্তাফা আবদুল কাইয়ূম, সিরাজুল ইসলাম ঢালী, আবু আবদুল্লাহ, অরূপ পান্তি, ডঃ নুরুল ইসলাম, মহাদেব পাত্র এবং অন্যরা। আলোর অন্বেষণে পত্রিকার পক্ষ থেকে বিশেষ অতিথিদের সংবর্ধনা জানানো হয়।সেন্ট অ্যানেস হাই স্কুলের ছাত্রীদের সমবেত গীতিনৃত্য অদ্যকার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কেয়া দেবনাথ, মাহসুজার রহমান, তুহিনা হক, সুবিদ আলি মোল্লা, অরূপ দত্ত, গার্গী দাস, প্রমুখের সুমধুর সংগীত পরিবেশন অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। ডঃ নুরুল ইসলাম, ডঃ অমৃতলাল বিশ্বাস, ডঃ মনোজ ঘোষ, ডঃ মুস্তাফা আব্দুল কাইয়ূম প্রমুখের মূল্যবান বক্তব্য উপস্থিত সকলকে ঋদ্ধ করে । বিশিষ্ট কবি জেসমিন সুলতানা, নুপুর দাস, অরূপ পান্তি, সর্নালী মন্ডল, সাবির হোসেন প্রমুখের কবিতা পাঠ সকলকে মুগ্ধ করে। সভাপতি আমির আলি সাহেবের বক্তব্য এবং সম্পাদক সোহরাব হোসেন সাহেবের মূল্যবান প্রাসঙ্গিক বক্তব্য সাহিত্য প্রেমীদের কাছে নতুন বার্তা এনে দেয় ।