|
---|
সম্প্রীতি মোল্লা : চলতি সপ্তাহে কলকাতায় রবীন্দ্র সদনে ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের ১০০ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গৌরবোজ্জ্বল সান্মানিক প্রদান অনুষ্ঠান এর আয়োজন করে Salt Lake IJA।এ বছর বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও কবি সাহিত্যিক এবং ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড.সমীর শীল কে বাংলা সাহিত্যে রবীন্দ্র গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সান্মানিক মেডেল এবং অভিনন্দন পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের সংগীত সাহিত্য সংস্কৃতি অভিনয় বিষয়ক বিভিন্ন এর ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপারসন মানসী রায় চৌধুরী, বিখ্যাত লেখিকা পদ্মিনী দত্ত শর্মা, লায়ন্স Club Of ম্যাগনেট Vice-President ডাঃ অশোক রায়, প্রমুখ