রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের আর্মি সম্মাননা কলকাতার লেক টাউনে।

লুতুব আলি, ৯ জুন : একজন সাধারন ব্যক্তি পুরাতন হওয়ার পর ও মানুষের মাঝে বেঁচে থাকেন তার প্রকৃষ্ট উদাহরণ প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর সুযোগ্য উত্তরসূরী রিতেশ ঘোষ পিতার নামে তিলোত্তমা কলকাতায় গড়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ। পিতার স্মৃতিতে এহেন উদ্যোগ অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় বিরল দৃষ্টান্ত। লেকটাউনের এই সংস্থাটি লেক ডাউন মানিক্য মঞ্চে সশ্রদ্ধ ভাবে ভারতীয় বেশ কিছু আর্মিদের সম্মাননা জ্ঞাপন করল। সংস্থার সম্পাদিকা বিশিষ্ট বাচিক শিল্পী স্বপ্না সাহা বলেন : ভারত বর্ষকে শত্রুদের হাত থেকে বাঁচাতে যারা নিজের জীবনকে সমর্পণ করে এক প্রকার জীবনের বাজি রেখে দেশের জন্য কাজ করেন সেই আর্মিদের কিছু সংখ্যককে সম্বর্ধিত করতে পেয়ে গর্ব অনুভব করছি। এই সংস্থাটি বিনোদনমূলক অনুষ্ঠান ছাড়াও যৌনকর্মীদের বস্ত্র বিতরণ, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে সামাজিক ও পরিষেবা মূলক কাজ ছাড়াও পথ শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কমান্ডো সুজয় মণ্ডল, এক্স এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতি সুস্মিতা দেবনাথ রায়,রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলার শ্রীবাস্তব মিত্র, বিশিষ্ট কবি পিনাকী রায়, বরুণ চক্রবর্তী, নীলাচল চট্টরাজ, রজত মোহন রায়, শ্রীমতি রিনা গিরি, দীপা দাস, বাংলাদেশ থেকে আগত আতাউল্লাহ খান। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের কারগিলকে নিয়ে স্বরচিত সংগীত পরিবেশন করেন স্কাউট মাস্টার দেবাশীষ ব্যানার্জি। সমগ্র অনুষ্ঠান সূচনা ভাবে সঞ্চালনা করেন রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের কর্ণধার রিতেশ ঘোষ ও সম্পাদিকা স্বপ্ন সাহা।