রবীন্দ্রনাথকে এক ভিন্ন আঙ্গিকে স্মরণ করলো দুর্গাপুরের আন্তরিক

লুতুব আলি, ১১ মে : রবীন্দ্রনাথকে এক ভিন্ন আঙ্গিকে স্মরণ করলো দুর্গাপুরের আন্তরিক । ইন্টারনেট, ইউটিউব, ও টি টির যুগে রবীন্দ্রনাথকে এক ভিন্ন আঙ্গিকে মানুষের কাছে নিয়ে যেতে এক ভিন্ন ভাবে স্মরণ করলো দুর্গাপুরের আন্তরিক সাহিত্য পত্রিকা। পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহ রায় বলেন, এই ঘরে ঘরে রবীন্দ্রনাথ কর্মসূচির মধ্য দিয়ে আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করা যাবে ব্যাপকভাবে। নেট দুনিয়াতে ও রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতি সব খানাতেই। রবীন্দ্র চর্চা তে উঠে আসুক সহজ পাঠ থেকে সঞ্চয়িতা র কবিতা,কবির গান,বাণী। নজর কাড়ার মত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সভাপতি অশোক সিংহ রায়, তরুণ সাহা, জয়া মোদক, উমা শংকর সেন, রীনা রায়,অর্চনা সিংহ রায়,অঙ্কিত ঘোষ,শুভ্রা পাল প্রমুখ। উল্লেখ্য, দুর্গাপুরের বিশিষ্ট বাচিক শিল্পী বর্ণালী সরকার তাঁর নিজের বাড়িতে সমমানের একটি অনুষ্ঠান করে অন্তরাদেবী ও এই উদ্যোগ কে সাধুবাদ জানান। অনুষ্ঠানে নাচ,গান,কবিতার মধ্য দিয়ে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান টি আনন্দ মুখর হয়ে উঠে ছিল।