রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন করলো গোধূলির মন্থন সাহিত্য পত্রিকা।

শেখ সিরাজ : ২২ বাইশে শ্রাবণ ইংরেজি ৭ ই আগষ্ট বুধবার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবসে অনুষ্ঠিত হল এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার উদ্যোগে একঝাঁক কবি,ছড়াকার, গল্পকার,সাহিত্যিক ও সাংবাদিক সহ পশ্চিমবাংলার বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠিত হলো রবীন্দ্র প্রয়াণ অনুষ্ঠান। কথা,নৃত্য,গানে,কবিতায় বক্তব্যে অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে। কবির প্রতিকৃতিতে মাল্যদানের পর উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি বীরেশচন্দ্র ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক রাজীব শ্রাবণ,বরুণ চক্রবর্তী প্রমুখ।

    এছাড়া উপস্থিত ছিলেন গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার মুখ্য উপদেষ্টা দেবনারায়ন দাস,আনন্দম পত্রিকার সম্পাদক হারাধন ভট্টাচার্য,পত্রিকার মুখ্য পরিচালক আশিষ দত্ত, সুব্রত দেব রায়, সাংবাদিক ও কবি শেখ সিরাজ, নীলরতন কুন্ডু সহ আরো অনেকে।
    এদিন আয়োজিত অনুষ্ঠানে আনন্দম পত্রিকার পক্ষ থেকে পত্রিকার সভাপতি বীরেশচন্দ্র ঘোষকে শান্তি রঞ্জন ভট্টাচার্য স্মৃতি সম্মান প্রদান করা হয়।
    এছাড়া এদিন আয়োজিত রবীন্দ্র প্রয়াণ অনুষ্ঠানে পত্রিকার সহ সম্পাদিকা নাসিরা বেগমকে সেরা পরিচালক হিসাবে রৌপ্যপদক দিয়ে প্রথম পুরষ্কার, সীমা দাস শর্মা কে দ্বিতীয় পুরস্কার এবং অরূপ দাস কে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।
    রবীন্দ্রনাথের জীবনী, কবিতা, গান নিয়ে টানা বক্তব্য রাখেন বীরেশ চন্দ্র ঘোষ, হারাধন ভট্টাচার্য, দেবনারায়ন দাস প্রমুখ।
    স্বরচিত কবিতা পাঠ করেন নাসিরা বেগম, শেখ সিরাজ, নীলরতন কুন্ডু,পূরবী পলি চ্যাটার্জী,কবিতা দাস,তপন মুখার্জি সহ আরো প্রায় শতাধিক কবি। সংগীত পরিবেশনে শিশু শিল্পী আয়ুষ দত্ত এবং নৃত্য শিল্পী কাকলী ভট্টাচার্য মৈত্র সকলকে মুগ্ধ করেন। গোধূলি মন্থন সাহিত্য পত্রিকার সম্পাদিকা শুভ্রা দে ভার্চুয়ালি অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
    প্রত্যেক গুণীজনকে উত্তরীয় মেমেন্টো এবং পুষ্প স্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জীব দত্ত।