|
---|
নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্ম দিবস পালন উপলক্ষে বর্ধমান বাবুরবাগ সি এম এস হাই স্কুলের সামনে সদ্য প্রতিষ্ঠিত রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করে কবিকে শ্রদ্ধা জানানো হলো। এতে পথচারীদের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রতিকৃতিতে মাল্যদান করে শুভ সূচনা করেন, বর্ধমান রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক ড. তারকনাথ শেঠ মহাশয়। তিনি বলেন, রবীন্দ্রনাথের মতো এত বড় মানুষ, তাঁর জন্য আমরা গর্বিত, তাঁর নির্দেশিত পথই আমাদের পথ।’ রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের সঙ্গে বিদ্যালয় সম্মুখে নজরুল, বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যাসাগর এবং বিদ্যালয়ের বাগানে প্রাক্তন প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আমানুল্লাহ মহম্মদ আকবর মহাশয়ের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়। সমস্ত পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও পরিবেশবিদ বিশ্বনাথ দাস মহাশয়। তিনি বলেন, ‘স্থানীয় মানুষজন দের নিয়েই আমাদের এই সাংস্কৃতিক সূচনা-যাত্রা। অনুষ্ঠান পরিচালনায় ড. রমজান আলি বলেন, ‘রবীন্দ্রনাথ কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদকে প্রশ্রয় দেননি তিনি আন্তর্জাতিক মানুষ সর্বদাই মানবতার বাণী প্রচার করেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আজও আমরা রবীন্দ্রনাথকে ছুঁতে পারিনি।’ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ কালাম। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সাইদুল ইসলাম , স্থানীয় কাউন্সিলর বসির আহমেদ, অধ্যক্ষ রঞ্জিত বাবু, প্রাক্তন শিক্ষক হাবিবুল্লাহ, কবি নিয়াজুল হক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্ররা এবং স্থানীয় মানুষজন। সুললিত কন্ঠে আবৃত্তি পরিবেশন করেন বর্ধমানের অন্যতম সংস্কৃতিকর্মী শিখা সরকার। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন পথচারী মনু সিং। আগামীতে আরও বড় উদ্যোগ নেওয়া হবে এই আশ্বাস দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম আলি মল্লিক মহাশয়। উপস্থিত প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় রমজান আলি সংকলিত প্রবন্ধ ‘রবীন্দ্র জন্ম-উৎসব’।