|
---|
লুতুব আলি, বড়শুল, ১১ মে : বর্ধমানের উপকণ্ঠে বড়শুলে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। আয়োজক: রাধা বিনোদ সঙ্গীত সমাজ ও অনুপ্রেরণা লাস্য নৃত্য মন্দির। অনুষ্ঠানের প্রারম্ভে রাধা বিনোদ সঙ্গীত সমাজের পক্ষ থেকে সঙ্গীতা ঘোষ মোদক ও অনুপ্রেরণা লাস্য নৃত্য মন্দিরের কর্ণধার স্নেহা ঘোষ সকলকে স্বাগত জানান। সংগীতা ঘোষ মোদক একজন বিশিষ্ট সংগীত শিল্পী ও শিক্ষিকা। তাঁর কন্যা স্নেহা ঘোষ বিশিষ্ট নৃত্যশিল্পী। দুই গুণীর যুগলবন্দীতে অনুষ্ঠিত হল এক বৈচিত্র্য মুখর রবীন্দ্র জয়ন্তী র অনুষ্ঠান। ঐতিহ্যপূর্ণ রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের মনকে ভরিয়ে দেয়। ছাত্র-ছাত্রীদের মায়েদের উপস্থিতি অনুষ্ঠানে নজর কাড়ে। সঙ্গীতা ঘোষ মোদক ও স্নেহা ঘোষ বলেন, আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথ ছাড়া আর অন্য কাউকে ভাবা যায় না। সুখ দুঃখ সবখানে ই রবীন্দ্রনাথ আমাদের মাঝে বিরাজ করেন। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সৌরিশ সিনহা, দিশা ঢালী, ঐন্দ্রিলা পাত্র, ঝর্না গায়েন, তিতলি মুখার্জী, শেখ সিন্টু, অদ্রিজা মাইতি, দেবস্মিতা দাস, মোহনা, মল্লিকা, প্রিতিল, সৃজা, রাইঞ্জনা। সমগ্র অনুষ্ঠান কবিতায়, কথার মধ্য দিয়ে সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালিকা রুপালি মুখার্জি।