|
---|
তানবির কাজি, নতুন গতি নিউজডেস্ক: অবশেষে বড়ো পর্দায় ফিরছে ‘রাধে’। সলমান খান জানান, ‘রাধে’ ইদেই আসবে। গত এক বছর মানুষ আতঙ্কিত। কাজ ছাড়া বাইরে বেরোনো অনেকটাই কমে গিয়েছে। সেখানে সিনেমা দেখাতে আসার কথা ভাবতেই চাইনি মানুষ। কারণে, একের পর এক সিনেমা তাদের মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে। বাংলা হোক বা হিন্দি – একই অবস্থা। তবে এই পরিস্থিতির মধ্যেও মুক্তি পাচ্ছে প্রভু দেবা পরিচালিত সলমান খান পরিচালিত সিনেমা “রাধে”। সিনেমাটি একটি কোরিয়ান সিনেমা “দ্য আউটলজ” –এর অফিসিয়াল রিমেক। সলমান খান ছাড়াও অভিনয় করছে রনদীপ হুডা, দিশা পাটানি, জ্যাকি স্রোফ প্রমুখ।