|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাফায়েল চুক্তির গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গেছে বলে জানালো প্রতিরক্ষা মন্ত্রক। বুধবার শীর্ষ আদালতকে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবিষয়ে সরকারের বক্তব্য – রাফায়েল চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে। এই সমস্ত নথিপত্র অত্যন্ত গোপনীয় এবং কোনোভাবেই এগুলিকে প্রকাশ্যে আনা যেতে পারেনা।
এদিন সরকারের কৌঁসুলি অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই সমস্ত নথি হয় মন্ত্রকের বর্তমান অথবা প্রাক্তন কর্মচারীরা চুরি করেছেন। এগুলো গোপন নথি এবং কোনোভাবেই প্রকাশ্যে আসা উচিৎ নয়। এর উত্তরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানতে চান সরকার এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা গ্রহণ করেছে? সরকার পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়েছে – কীভাবে এই নথিপত্র চুরি হল তা নিয়ে তদন্ত চলছে।
প্রসঙ্গত, হিন্দু পাবলিশিং গ্রুপের চেয়ারম্যান এন রাম প্রথম রাফায়েল সংক্রান্ত খবর প্রকাশ করেন। যাতে তিনি দাবী করেছিলেন ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৬ টি রাফায়েল জেট বিমান এবং অস্ত্র প্যাকেজের চুক্তি সই করেন। তিনি আরও দাবী করেছিলেন, এর আগে কংগ্রেস সরকারের করা ১২৬টি রাফায়েল জেট বিমানের জন্য করা চুক্তির চেয়ে নতুন এই চুক্তিতে ভারত সরকার প্রায় ১,৯৬৩ কোটি টাকা বেশী খরচ করেছে। এই খবরের সঙ্গেই ২০১৬ সালের ২১ জুলাইয়ের প্রতিরক্ষা মন্ত্রকের ইন্ডিয়ান নেগোশিয়েশন টিমের একটি সূত্র থেকে উদ্ধৃতি দেওয়া হয়।