|
---|
- নিজস্ব সংবাদদাতা : রবিবার রঘুনাথগঞ্জের কুলগাছিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে ‘আইনি সচেতনতা সভা’ অনুষ্ঠিত হয়ে গেলো। সারাদেশে সাধারণ মানুষ, বিশেষ করে দলিত ও সংখ্যালঘু যুবকদের পুলিশি হয়রানিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের পূর্বেই কিভাবে নিজেদের সেই সমস্যা মোকাবিলা করার প্রস্তুুত থাকতে হবে। পুলিশ, CID, NIA, CBI ইত্যাদি সংস্থাগুলি রাত্রে বা যে কোনো সময় সাধারণ ব্যক্তির বাড়িতে বা পাড়ায় হানা দিলে জনগনের কি করনীয় এবিষয়ে বিস্তারিত আলোচনা করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আব্দুল মোমেন হালদার।
এছাড়াও বক্তব্য রাখেন বন্দিমুক্তি কমিটির রাজ্য সম্পাদকীয় সদস্য ভানু সরকার, এসডিপিআই এর রঘুনাথগঞ্জ ব্লক সম্পাদক মোঃ সেলিম। উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের স্থানীয় দায়িত্বশীল আব্দুর রহমান, আনিসুর রহমান, হাবিবুর রহমান প্রমুখরা। এদিনের এই জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।