|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: বুধবার গভীর রাতে সুতির পর দুটি পৃথকভাবে অভিযান চালিয়ে রঘুনাথগঞ্জের উমরপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কারাবারীদের আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিস। ধৃতদের নাম দিলদার আলি, মইনুর শেখ। তাদের প্রত্যেকের বাড়ি যঘাক্রমে সূতি থানার হাড়োয়া ও খড়িবুনায়। ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাবাদ করে পুলিশ জানতে পারে ইয়াবাগুলো মায়ানমার থেকে আমদানি করে উত্তর ভারত হয়ে মাদকগুলো এরাজ্যে ঢোকে। তারপর, সীমান্ত দিয়ে সেগুলো বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
জানা গিয়েছে, বুধবার গভীর রাতে রঘুনাথগঞ্জের উমরপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সব্জি বাজারের কাছে অভিযান চালিয়ে দুই পাচারকারীর কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মালদহের দিক থেকে আসা লরিটিকে ঘিরে তল্লাশি চালতেই ব্যাগ থেকে ট্যাবলেটগুলি উদ্ধার হয়। অপরদিকে, গত মঙ্গলবার সন্ধ্যায় নাগাদ জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়কে পুঠিয়া মোড়ের এক যুবকের কাছ থেকে পাঁচ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। লালগোলাগামী এক বাইক আরোহী যুবককে আটক করে তল্লাশি চালাতেই টুল বক্সে থেকে ইয়াবাগুলো পাওয়া যায় বলে জানা গিয়েছে। মালদহ ও মুর্শিদাবাদ জেলা বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় এই পথটিকে কারবারিরা ব্যবহার করে। কারণ, জেলাগুলোর বিভিন্ন এলাকা দিয়ে সহজেই বাংলাদেশে পাচার করা যায়। তাছাড়া ২২৪ কিলো গাঁজা উদ্ধার করে জঙ্গিপুর জেলা পুলিশ।