“দিদিকে বলো” কর্মসূচি সফল করতে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার অঙ্গীকার বিধায়ক রহিমা মন্ডলের

নাজিবুল্লাহ রহমানি,দেগঙ্গা। সোমবার নজরুল মঞ্চে এক নজিরবিহীন সাংবাদিক বৈঠকে ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনা করেন তৃণমূলনেত্রী। জানান, এই পদ্ধতিতে ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি পরামর্শ বা সমস্যা জানাতে পারবেন সাধারণ মানুষ। জারি হয় নম্বরও। জানানো হয়, ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করলেই তৃণমূলনেত্রীকে জানানো যাবে অভিযোগ। দিদির বার্তা পেয়েই আসরে নেমে পড়েছেন রাজ্যের একাধিক বিধায়ক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব, বুধবার দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মন্ডল দেগঙ্গা বিধানসভায় এই কর্মসূচি চালু করার আগেই দলের নেতাকর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন দলের নির্দেশ মতো আমরা প্রতিটি গ্রামে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনবো এবং সেই বার্তা আমরা দিদির কাছে পৌঁছে দেব। এবং এই কর্মসূচির ফলে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের জনসংযোগ আরো বাড়বে আরো দ্রুত সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো তিনি আরোও বলেন এই প্রথম নজিরবিহীনভাবে কোন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা সরাসরি শুনছেন যা ইতিপূর্বে ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কে দেখা যায়নি বলেও তিনি মন্তব্য করেন।