মৎস‌্যজীবীদের সঙ্গে জলে সাঁতার সঙ্গে জাল ফেলে মাঝ ধরলেন রাহুল গান্ধী

মৎস‌্যজীবীদের সঙ্গে জলে সাঁতার সঙ্গে জাল ফেলে মাঝ ধরলেন রাহুল গান্ধী

     

     

     

     

     

    নতুন গতি ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে রাহুল গান্ধী এই মুহূর্তে কেরল সফরে। বুধবার সকাল সকাল চলে যান কোল্লামের থাঙ্গাসেরি বিচে। সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন স্থানীয় মৎস‌্যজীবীদের সঙ্গে। তাঁদের জীবনযুদ্ধের কাহিনি, দুঃখ-দুর্দশার কথা মন দিয়ে শোনেন তিনি। এরপর সোজা উঠে যান একটি বোটে। মৎস‌্যজীবীদের সঙ্গে কয়েকবার জলে জাল ফেলে মাঝ ধরেন। তার মধ্যে একবার খালি জালও ওঠে। এরপরই জল থেকে খালি জাল ওঠার কী কষ্ট, সেই কথা বোঝানোর চেষ্টা করেন কংগ্রেস নেতা।

     

    ‘‘জাল শূন্য ফেরত এলে কেমন লাগে, সেই কষ্টটা খুব ভালভাবে বুঝলাম।’’

     

    মৎস‌্যজীবীদের সঙ্গে নানা ছবি-সহ টেলিগ্রামে লেখেন, ‘‘মৎস‌্যজীবীদের সঙ্গে অনেক কথা হল। খালি জাল ফেরত আসার কষ্ট কেমন হয়, তা-ও টের পেলাম। কথা দিচ্ছি কেরলে ইউডিএফ ক্ষমতায় এলে প্রত্যেক মানুষের স্থায়ী নিশ্চিত রোজগারের ব‌্যবস্থা করব আমরা।’’ উল্লেখ‌্য, ২০১৪ ও ২০১৯, পরপর দু’বার নির্বাচনে কংগ্রেসের ‘হাত’-এ উঠেছে ‘খালি জাল’। যার মধ্যে শেষবার দলের সভাপতি ছিলেন তিনি স্বয়ং। এদিন সেই কষ্টের কথাই বলতে চাইলেন কিনা রাহুল, সেই প্রশ্নও ওঠা শুরু হয়েছে।

     

    সেই সঙ্গে বিজেপি-আরএসএসকে হুঁশিয়ারি বার্তাও দিয়ে রাখলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এদিন এক জনসভায় তিনি বলেন, “আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি। আরএসএস-এর বিরুদ্ধে লড়ছি। আমার লড়াই ওদের মতাদর্শের বিরুদ্ধে। এই কাজে রোজ ওরা আমায় আক্রমণ করে।” একটি ভিডিও-সহ এদিন টুইটে রাহুল লেখেন, ‘‘এবং এতে আমি ভয় পাই না। এই অহিংস আন্দোলন আমি চালিয়ে যাব।’’